শরণখোলায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাস উদ্ধোধন

আমিনুল ইসলাম সাগর, শরণখোলা থেকে: শরণখোলায় সোনালী ব্যাংক লিমিটেড রায়েন্দা বাজার শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস-২০২১ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে এই সেবা মাসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী সুলতান আহম্মেদ বিএসসি, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোঃ ফরিদ আহম্মেদ প্রমুখ।
শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত গ্রাহকদের বিশেষ সেবা দেয়া হবে। এরপর যাতে গ্রাহকরা সোনালী ব্যাংককে তাদের নিজের ব্যাংক মনে করে সেই লক্ষ্য নিয়ে সারা বছর একই ভাবে সেবা প্রদান করা হবে। এ ছাড়া অচিরেই এটিএম বুথ স্থাপন এবং উপজেলার চারটি ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং চালু করা হবে।
Comments
আরও পড়ুন





