শরণখোলায় সন্ত্রাসী হামলায় তিন নারী গুরুতর আহত

বিশেষ প্রতিনিধি, শরণখোলা থেকে: বাগেরহাটের শরণখোলায় সন্ত্রাসী হামলায় তিন নারী গুরুতর আহত হয়েছে। গত ২৩ জুন (রোববার) রাতে উপজেলার মধ্য সোনাতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, সোনাতলা গ্রামের আলম মল্লিকের স্ত্রী তহমিনা বেগম (৪০), একই গ্রামের সেলিম মল্লিকের স্ত্রী মঞ্জু বেগম (৪১), সাদ্দাম মল্লিকের স্ত্রী রুমানা বেগম। এদেরকে শরণখোলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার একটি মারামারি মামলায় বাগেরহাট কোর্টে হাজিরা দিয়ে সোনাতলা গ্রামের জাকির মল্লিক, মোশারেফ মল্লিক, আসাদুল মল্লিক, সাদ্দাম মল্লিক, মেরাজুল, রেজাউল, মিলন, তারেকসহ ৮ জন বাড়ি ফিরছিলেন। তারা মধ্য সোনাতলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসে। এ সময় প্রতিপক্ষ একই গ্রামের নান্না হাওলাদার, শহিদুল, রহমান হাওলাদার, রুবেল তালুকদার রাসেলসহ আরো অনেকে তাদের গতিরোধ করে এলোপাথারী মারপিট করে এবং পার্শ্ববর্তী ফারুক হাওলাদারের বাড়ি আটক করে রাখে।
এ ঘটনা জানতে পেরে আহত তহমিনা বেগম, মঞ্জু বেগম ও রুমানা বেগম ফারুকের বাড়ির দিকে রওয়ানা হয়। ফারুকের বাড়ির কাছাকাছি আসলে হামলাকারীরা ওই মহিলাদেরকে বেধরক মারপিট করে রাস্তায় ফেলে রাখে। শরণখোলা থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডাঃ মোঃ জামাল মিয়া শোভন জানান, রোববার রাতে মারামারির ঘটনায় আহত হয়ে সোনাতলা গ্রামের তিন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





