শরণখোলায় লক ডাউনের ফাঁদে তিনটি বেঁদে পরিবার
বিশেষ প্রতিনিধি, শরণখোলা: বাগেরহাটের শরণখোলায় গোপালগঞ্জ থেকে পেশাগত কাজে আসা তিনটি বেঁদে পরিবারের ১০ সদস্য লক ডাউনের ফাঁদে পড়ে মানবেতর জীবন-যাপন করছেন। গত প্রায় একমাস ধরে তারা উপজেলার খোন্তাকাটা গ্রামের বাস স্টান্ড সংলগ্ন বালু মাঠের পিছনে একটি পতিত জমিনে অনাহারে অর্ধাহারে মানবেতর অবস্থায় রয়েছেন।
বেঁদে তাইজুল ইসলাম সরদার জানান, পেশাগত কাজে বাসার বাহিরে বের হলে এলাকাবাসী তাদের তাড়িয়ে দেয়। অনেকে মারধর করতে চায়। অথচ কেউ তাদের জন্য একমুঠো খাদ্য সদস্য নিয়ে এগিয়ে আসেনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বরদের কাছে খাদ্য সহায়তার জন্য গেলে তারা অপারগতা প্রকাশ করেন। বেঁদে কাকলী বেগম জানান, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাহায্য চেয়েও পান নাই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করে তাঁকে পাওয়া যায়নি।
গত তিনদিন আগে পার্শ্ববর্তি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন আটকে পড়া ওই পরিবারের সদস্যদের মাঝে তিনটি খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করেন বলে জানান, পরিবারের সদস্য কালনী বিবি চলমান দূর্যোগে বেঁদেরা নিয়মিত খাদ্য সহায়তা পাওয়ার আহবান জানিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে।
Comments
আরও পড়ুন





