শরণখোলায় মুরগীর ঘর থেকে অজগর উদ্ধার
বিশেষ প্রতিনিধি, শরণখোলা: বাগেরহাটের শরণখোলায় মুরগীর ঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার বকুলতলা গ্রামের ফরাজী বাড়ী সংলগ্ন জেন্নাত আলীর বাড়ীর মুরগীর ঘর থেকে ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে। সাপটি ঘরে ঢুকে একটি মুরগী খেয়ে ফেলে এবং অপর দুইটি মুরগী মেরে ফেলে। খেয়ে ফেলা মুরগীটি পরে উদগীরণ (বমি) করে ফেলে দেয়।
ভিটিআরটি টিমের স্থানীয় দলপতি জাকারিয়া হোসাইন জানান, সংবাদ পেয়ে দলীয় সদস্যদের নিয়ে প্রায় ৮ ফিট লম্বা একটি অজগর উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন এবং বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন। শরণখোলা ষ্টেশন কর্মকর্তা শামসুল হক অজগর সাপ উদ্ধার ও অবমুক্ত করনের বিষয়টি স্বীকার করেন।
Comments
আরও পড়ুন





