শরণখোলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশান বিভাগে ভর্তি
নজরুল ইসলাম আকন, শরণখোলা: বাগেরহাটের শরণখোলায় করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ভারতের কেরালা থেকে আসা এমন একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। আঃ আউয়াল হাওলাদার (৬০) নামের ওই ব্যাক্তি জ্বর, গা ব্যাথা ও বুকে ব্যথা নিয়ে রোববার সকালে শরণখোলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তার অসুস্থতার বর্ণনা শুনে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন।
সন্দেহ ভাজন রোগী ও চিকিৎসক সুত্র জানায়, উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের মৃত আঃ রশীদ হাওলাদারের ছেলে আউয়াল ভারতের কেরালা রাজ্যের এন্নাকলম এলাকায় ছেলেদের কাছে ২ মাস আগে বেড়াতে গিয়েছিলেন। গত ১১ মার্চ তিনি বেনাপোল বন্দর পেরিয়ে দেশে প্রবেশ করেন। তিনি ভারতে থাকা অবস্থায়ই জ্বর, কাশি, গা ব্যাথায় ভুগছিলেন। দেশে আশার পর গত ১৩ মার্চ একটু বেশী অসুস্থতা বোধ করছেন। তার অসুস্থতার বয়স প্রায় ১৫ দিন। তাই ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। তাকে হোম কোয়ারেনটাইনে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার ব্লাড টেস্টের কাজ চলছে। বাকিটা পরে জানা যাবে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাদিয়া জানান।
এ ঘটনায় হাসপাতালের সাধারণ রোগীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। অনেক রোগী হাসপাতাল ছেড়েছেন।
Comments
আরও পড়ুন





