শরণখোলায় আগুনে পুড়ল ১০ দোকান ও দুই বসতঘর ॥ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন

বিশেষ প্রতিনিধি: শরণখোলার রসুলপুর বাজারে আগুন লেগে ১০টি দোকান ও দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (৪এপ্রিল) রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বাজারটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, আবহাওয়া খারাপ হওয়ায় রার ৯টার মধ্যে বেশিরভাগ ব্যাবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তখন হঠাৎ এসাহাক চাপরাশির লন্ড্রীর দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকায় বেখেয়ালে মোমবাতি জ্বালিয়ে রেখে দোকান বন্ধ করে বের হওয়ায় সেই আগুন থেকে অগ্নিকান্ড ঘটে বলে তাদের ধারণা।
বাজারের ওষুধ ব্যবসায়ী আক্তার আকন জানান, তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মিজান তালুকদার জানান, ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার, মোবাইল যন্ত্রাংশ ও স্টেশনারী মালামাল পুড়ে তার ক্ষতি হয়েছে প্রায় ৭লাখ টাকার। ১০টি দোকান ও দুটি বসতঘরের অবকাঠামো ও মালামাল নিয়ে কমপক্ষে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ১০টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পারায় বড় ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।
Comments
আরও পড়ুন





