লতিফ হত্যা মামলার বাদীকে হুমকি ॥ আপন ৬ বোনকে আদালতে সোপর্দ
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক ইউপি সদস্য আ: লতিফ হাওলাদার হত্যা মামলার বাদী নিহতের পুত্র সুজন ও তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগে মামলার অন্যতম আসামী নিহতের বড় ভাই আ: করিম হাওলাদারের ৬ মেয়েকে বুধবার (২ এপ্রিল) বিকেলে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রানী বেগম (৪৫), রীনা বেগম (৪০), লাভলী বেগম (৩৫), লীয়া বেগম (৩০), মাকসুদা বেগম (২৫) ও রেশমা বেগম (২২)। গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সবুজনগর গ্রামের চাঞ্চল্যকর লতীফ হত্যা মামলার ছয় নম্বর পলাতক আসামী আ: করীমের ছয় মেয়ে বুধবার (২ এপ্রিল) বিকেলে একত্রিত হয়ে মামলার বাদী ও পরিবারের উপর লাঠি-সোটা নিয়ে হামলা করার পরিকল্পনা করছিল। এসময় বাদী পক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ আ: করিমের ছয় মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানা পুলিশ আটককৃত ৬ বোনকে বৃহস্পতিবার ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাজহারুল আমিন বিপিএম ছয় নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ওপর হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এ আশংকায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে পিরোজপুর জেলা সদরে যাবার পথে তুলাতলা নামক স্থানে আবদুল লতীফকে কুিপয়ে হত্যা করে প্রতিপক্ষ বড় ভাই ও পুত্র মেয়ে জামাই, নাতীসহ ভাড়া করা লোকজন। এঘটনায় গত ১৭ এপ্রিল নিহত লতীফের ছেলে মো: মাহাবুব হাওলাদার সুজন বাদী হয়ে ২০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১ জন আসামী বর্তমানে জেল হাজতে থাকলেও বাকী ১৯ জন আসামী পলাতক রয়েছে।
Comments
আরও পড়ুন





