র্যাবের অভিযানে মানব পাচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বরিশাল র্যাব-৮ এর একটি দল রোববার (৯ জুন) দুপুরে মঠবাড়িয়া পৌরশহরে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য লিটন খলিফা (৩৬) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নারী পাচারকারী লিটন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এলাকার সালাম খলিফার ছেলে।
রোববার সন্ধ্যায় বরিশাল র্যাবের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঠবাড়িয়া থেকে এক নারীকে ভারতে পাচারের পরিকল্পনা করছিল লিটন। পরিকল্পনা অনুযায়ী ওই নারীকে মঠবাড়িয়ায় কাউকে কিছু না জানিয়ে আসতে বলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব বিষয়টি জানতে পারে। পরে র্যাব-৮ পিরোজপুর ক্যাম্পের একটি চৌকশ দল ঘটনাস্থল হতে নারী পাচারকারী লিটন ও পাচার হতে চলা নারীকে উদ্ধার করেন।
র্যাব আরও জানায়, লিটন খলিফা স্বীকার করেছে যে সে একজন মহাজন। তিনি ভাংগাড়ি ব্যবসার আড়ালে বিভিন্ন সময়ে অবৈধভাবে বিদেশে লোক নিয়ে যান। ইতিপূর্বে সে তার তিন বোন ও বোন জামাইকে অবৈধভাবে ভারতে পাঠিয়েছে। তারা বর্তমানে ভারতে বসবাস করছে। বিগত ১৫ বছর ধরে লিটন বেনাপোল বর্ডার দিয়ে বিভিন্নভাবে প্ররোচিত করে বাংলাদেশ থেকে নারী ও পুরুষদের ভারতে পাচার করে আসছে। এর মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, (এ রিপোর্ট লেখা পর্যন্ত) গ্রফতারকৃত লিটনকে র্যাব থানায় হস্তান্তর করেনি।
Comments
আরও পড়ুন





