রাজপাড়ায় কৃষকের চুরি হওয়া গরু বিক্রিকালে ৮টি গরুসহ চোর আটক
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের গোয়ালঘর থেকে চুরি হওয়া ৮টি গরুসহ মানোয়ার ঘরামি (৬০) নামের এক গরু চোরকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান গরুর হাটে চোরাই গরু বিক্রয়কালে মঙ্গলবার (১০ জুলাই) তাকে পুলিশ আটক করে। এসময় ৮টি গরু উদ্ধার করে পুলিশ। পরে নাজিরপুর থানা পুলিশ চোরসহ ওই গরু উদ্ধার করে বুধবার (১১ জুলাই) মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মানোয়ার ঘরামী নাজিরপুর উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জবেদ ঘরামির ছেলে।
পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামের কৃষক এস্কান্দার আলী পাহলানের গোয়াল থেকে ৬টি ও একই গ্রামের কৃষক মাসুদ হাওলাদারের গোয়াল ঘর থেকে তিনটি ৯টি গরু সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। পরে ভুক্তভোগি দুই কৃষক পরিবার লোকজন নিয়ে বিভিন্ন গরুর বাজারে খোঁজাখোজি করেন। মঙ্গলবার নাজিরপুরের দিঘিরজান গরুর বাজার থেকে ইজারাদার লোকমান হাকিম হিরো ও নিজামের সহায়তায় গরুসহ ওই চোরকে আটক করে নাজিরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে গরুসহ ওই চোরকে আটক করে। পরে নাজিরপুর থানা পুলিশ মঠবাড়িয়া থানা পুলিশের কাছে চোরসহ গরু হস্তান্তরর করে।
মঠবাড়িয়া থানার এসআই জসিম জানান, ৯টি চোরাই গরুর ৮টি উদ্ধার করলেও বাকী ১টি গরু উদ্ধারের তৎপরতা চলছে।
মঠবাড়িয়া থনার ওসি গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় মনোয়ারকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
Comments
আরও পড়ুন





