রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ পরিবারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার দরিদ্র ও দু:স্থ প্রায় ২০ হাজার পরিবারের সাহায্যার্থে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ সোমবার (১০ মে) সকালে উপজেলার তুষখালী ইউনিয়নে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইউপি সচিব মাহমুদ হাসান প্রমুখ।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার একটি পৌর শহর ও ১১টি ইউনিয়নে চলমান পবিত্র রমজান মাস উপলক্ষে জি.আর এর ৬ হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ৫ শত করে মোট ৩০ লক্ষ টাকা এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৩ হাজার ১শ ১৫ জন দু:স্থ পরিবারকে ৪শ ৫০ টাকা করে মোট ৫৯ লক্ষ ১ হাজার ৭শ ৫০ টাকা ভি.জি.এফ এর বিশেষ বরাদ্দের নগদ অর্থ বিতরণ করেন।
Comments
আরও পড়ুন





