যুবলীগের নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিল করার দাবীতে প্রতিবাদ মিছিল করেছে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি/সম্পাদকসহ দলের একাংশ। সোমবার (২৯ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, সাবেক স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ। সভায় বক্তারা কাউন্সিল না করে জেলা যুবলীগের সভাপতি/সম্পাদক টাকার বিনিময়ে অসাংগঠনিক ভাবে রাতের আধারে চাপিয়ে দেয়া যুবলীগ কমিটি তারা মানে না। এ কমিটি দ্রুত বাতিল করে নতুন করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান।
Comments
আরও পড়ুন





