যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

স্টাফ রিপোর্টার: জাতীয় দিবস হিসেবে ঘোষিত ঐতিহাসিক ৭ ই মার্চ পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার (৭ মার্চ) দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দিবসটি পালন করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৭ই মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কুতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, এমাদুল হক খান, প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।
Comments
আরও পড়ুন





