যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ দিবস উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, যুব উন্নযন কর্মকর্তা কবির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিন্নাতুন নেছা ইভা, শিক্ষক আবুল কালাম আজাদ, স্টেপস কর্মকর্তা ইসরাত জাহান মমতাজ প্রমূখ।
Comments
আরও পড়ুন





