মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ॥ ঝাটকা ও দেশী মাছ রক্ষার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: ‘স্বয়ং সম্পুর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্যজীবী সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালাল, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মঠবাড়িয়া থানার এসআই আ. রহমান, রফিকুজ্জামান আবীর, শাহাদাৎ হোসেন, সোহেল আমীন প্রমুখ।
ওই সভায় ঝাটকা সহ দেশীয় মাছ সংরক্ষণে নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, বাধা জাল ও লোকালয়ে বুচনা ও চাই, ছোট ফাঁসের জাল সহ পোণা মাছ নিধনের সকল প্রকার অবৈধ জাল নষ্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Comments
আরও পড়ুন





