মোবাইল ফোন ব্যবহার করে উত্তর পত্রে লেখার অপরাধে ২ এইচএসসি পরীক্ষার্থী বহিঃষ্কার
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার ও অসাপায় অবলম্বনের দায়ে দুই এইচএসসি শিক্ষার্থীকে বহিঃষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, স্থানীয় তুষখালী কলেজের পরীক্ষার্থী নাঈমুর রহমান (রোল নম্বর ৩২৬৫২৪) ও মানিক মিয়া কলেজের স¤্রাট হাওলাদার (৩২৬০৭১)। সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ হারুন-অর-রশিদ আজ মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করে ব্যবহৃত মোবাইল দুটি জব্দ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার জানান, পরীক্ষা নীতিমালা ২০১৮(খ) এ পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অন্য কোন ডিভাইস ব্যবহারের অপরাধে তাদেরকে বহিস্কার করা হয়।
Comments
আরও পড়ুন





