মেয়ে বিয়ে দিতে রাজী না হওয়ায় বড় ভাইয়ের দোকানে তালা দিলেন আপন ছোট ভাই

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী গ্রামে অনার্স পড়–য়া মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় আপন ছোট ভাই বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২ আগষ্ট সকালে উপজেলার তুষখালী বাজারে। এসময় এর প্রতিবাদ করায় ওই বড় ভাইকে খুন জখমসহ মিথ্যা মামলার হুমকি দিয়েছে ছোট ভাই ও তার দলবল। এদিকে গত ৩দিন ধরে দোকান ঘর তালাবদ্ধ থাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না বড় ভাই। স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার চেয়ে কোন প্রতিকার না পেয়ে জীবননাশের হুমকির মুখে ব্যবসায়ী বড় ভাই বুধবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়রী করেছে। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
থানার জিডি সূত্রে জানা যায়, উপজেলার তুষখালী গ্রামে মৃত চাঁন মিয়া সিকদারের পুত্র বেলায়েত হোসেন খোকন সিকদারের একমাত্র অনার্স পড়–য়া মেয়ে (২০) কে ছোট ভাই ওই বাজারের পল্লী চিকিৎসক রেজাউল সিকদার তার মাদ্রাসা পড়–য়া ছেলে মেহেদী হাসান (২৫) এর সাথে সম্প্রতি বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বেলায়েত সিকদার ও তার পরিবার এ বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে ছোট ভাইকে ফিরিয়ে দেয়। এতে ছোট ভাই ও তার পুত্র ক্ষুব্ধ হয়ে বিভিন্ন রকমের ভয় ভীতি খুন জখমসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানীর হুমকি দেয়। একপর্যায় গত সোমবার (২ আগষ্ট-২০২১) সকালে ছোট ভাই ও তার পুত্র তুষখালী বাজারে বড় ভাইয়ের ভোগদখলীয় আধা পাকা ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেংগে নতুন করে তালা লাগিয়ে দেয়। তুষখালী ইউপির সাবেক চেয়ারম্যান শ.ম নজরুল ইসলাম জানান, ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনাটি দুঃখজনক। আমি উভয় পক্ষকে ডেকে এ বিষয় সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হই।
অভিযুক্ত রেজাউল সিকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন- বড় ভাই তার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে এখন অস্বীকার করেছেন। তিনি দোকান ঘরের জমি তার দাবী করে বড় ভাইয়ের বিরুদ্ধে দোকান ঘর জোর পূর্বক দখলসহ বৃদ্ধা মা লুৎফুননেছা বেগম জীবিত থাকাকালে ভূল বুঝিয়ে তার কাছ থেকে নগদ ৮লাখ টাকা ও ২৪ শতাংশ জমি লিখে নেয়ার উল্টো অভিযোগ আনেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন- এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





