মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার আইন লংঘন করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রি করার দায়ে পৌরশহরের চার ওষুধ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটে চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ফার্মেসী মালিকদের এ অর্থদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান হল শহরের কেএম লতীফ মার্কেটের সোনারগাাঁ ড্রাগ হাউস ৮ হাজার টাকা, তানজীব ড্রাগ হাউস ৪ হাজার টাকা, সিফাত মেডিকেল হল ৩ হাজার টাকা ও মৃধা হেলথ কেয়ার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, তিনটি হিউম্যান ড্রাগসহ একটি প্রাণী সম্পদের ড্রাগসহ সবকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ থাকায় এ জরিমানা করা হয়। তিনি আরও জানান, বাজার মনিটরিং ব্যবস্থায় এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





