মেডিসিন ও হোটেলসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে পৃথক দুটি অভিযানে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ন ঔষধ মজুদ রাখা, লাইসেন্স প্রদর্শণে ব্যর্থতা ও লাইসেন্স নবায়ন না থাকার দোষ স্বীকার করায় পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটের হাওলাদার ফার্মেসীর মালিক রফিকুল ইসলাম বাদলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ও পিরোজপুর জেলা ড্রাগ সুপার ডালিম চন্দ্র দাশ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত জানান, জেলা ড্রাগ সুপারের কাছে ওই ফার্মেসীর বিরুদ্ধে তিনটি অপরাধের লিখিত অভিযেগের সত্যতা পাওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে এ জরিমানা করা হয়েছে।
অপরদিকে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী, পণ্যের প্যাকেটে উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং পণ্যের ওজন ও মূল্য না থাকাসহ বাসি পচাঁ খাবার বিক্রির দায়ে আফজাল হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক আফজালসহ অপর ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারী পরিচালক দেবাশিষ রায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৌর শহরে এ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের আইন লংঙ্গনের দায়ে ১৯হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারী পরিচালক দেবাশিষ রায় এ তথ্যের নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





