মুজিববর্ষ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় পুলিশ- জনতার সেতুবন্ধন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) রাতে মঠবাড়িয়া থানার আয়োজনে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদুজ্জামান মিলুর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান। এ ছাড়া আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।
এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস ও মঠবাড়িয়া উপজেলা জুডিশিয়াল বিচারিক হাকিম আল ফয়সালসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Comments
আরও পড়ুন





