মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল ভুমি সেবা
স্টাফ রিপোর্টার: মুজিববর্ষের অঙ্গীকার ভুমি সেবায় শুদ্ধাচার- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২নং ধানীসাফা ইউনিয়নে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজীকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনাতা বৃদ্বির লক্ষে এ ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার সাফা বন্দর বাজারে আনুষ্ঠানিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ মেলার উদ্বোধন করেন।
এসময় সাফা বন্দর বণিক সমিতির সভাপতি এম এ সাঈদের সভাাপতিত্বে বক্তব্য রাখেন, সাফা বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা. সাংবাদিক আবদুস সালাম আজাদি, মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, মনিরুল ইসলাম মধু, রুম্মান হাওলাদার প্রমূখ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে ভূমি সেবা মেলা উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের ভূমি অফিসে স্বল্প সময়ে চান্দিনা ভিটি নবায়ন, ভূমি উন্নয়ন কর (খাজনা) গ্রহণ, ই-মিউটেশন, ই-কর, ই-নামজারীসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। এ সেবা সফল করতে উপজেলার ১টি পৌরসভাসহ ১১ ইউনিয়নে ভূমি সেবা ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, প্রথম দিনেই ভিটি নবায়নের আবেদন করেছে ৩২টি, ২৩টি ভিটি আবেদন নবায়নে আদায় হয়েছে ২৪ হাজার ৫শ ৬৫ টাকা, ভিপি সম্পত্তি নবায়নের আবেদন করেছে ৭টি এবং দুটি ভিপি সম্পত্তি নবায়নে আদায় হয়েছে ২৮ হাজার ৬শ টাকা। এছাড়া নামজারী আবেদন হয়েছে ২টি, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় হয়েছে ২৭ হাজার ৪শ ২৫ টাকা। তিনি আরও জানান, এ মেলা পৌরশহর ও ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
Comments
আরও পড়ুন





