মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান (৬৫) মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…… রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। বুধবার সকালে জানাজা শেষে বেতমোর রাজপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুর রহমান, পৌর আ.লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বাচ্চু মিয়া আকন গভীর শোক প্রকাশ করেছেন। সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমানের ভাই মতিয়ার রহমানের মৃত্যুতে মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোকাহত।
Comments
আরও পড়ুন





