মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির নির্বাচনে মতিয়ার-জাকির প্যানেল বিজয়ী

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির নির্বাচন শনিবার (২৮ এপ্রিল) সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ৬ শত ৪৭ জন ভোটারের মধ্যে ৪ শত ৯১জন ভোটার সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মতিয়র রহমান (মাছ প্রতীকে-২৬৭ ভোট) ও সাধারণ সম্পাদক পদে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা জাকির হোসেন খান (দোয়াত কলম-২৪৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিতরা হলো সহ-সভাপতি পদে মো: শাহাদাৎ হোসেন রাজা (তালাচাবি-২৯১ ভোট) ও পরিচালক পদে মো: ইসাহাক আলী আকন, মোশাররফ হোসেন ও আলহাজ্ব মো: বেলায়েত হোসেন নিয়োজিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবয় অফিসার মোঃ এমাদুল হক জানান, এ নির্বাচন অবাধ ও নিরপক্ষ ভাবে সম্পন্ন করায় মুক্তিযোদ্ধাসহ সকলকে ধন্যবাদ জানানো হয়।
নির্বাচনে ফারুকউজ্জামান-মোস্তফা শাহ আলম দুলাল প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি।
Comments
আরও পড়ুন





