মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন খাঁনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা জামাল উদ্দিন খান মিলন এর বড়ভাই মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ঠিকাদার মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন (৭১) সোমবার (১ জুন) সকালে ঢাকার মিরপুরের বাস ভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ……. রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ মুক্তিযোদ্ধাসহ অনেক শুভাকাংখী রেখে গেছেন। সোমবার জোহর নামাজবাদ নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মঠবাড়িয়ার বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন এর মৃত্যুতে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিলুল হক সেলিম মাতুব্বর ও মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
Comments
আরও পড়ুন





