মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন (দারোগা) শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টায় ঢাকার দক্ষিণ বনশ্রীর নিজ বাস বভনে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি স্ত্রী, চিকিৎসক ২ মেয়ে ও প্রকৌশলীতে পড়ুয়া ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ৯টায় রাজপাড়া গ্রামে জানাজা শেষে শরীফ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা সংসদ মঠবাড়িয়া উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার (সাংগঠিক) আলহাজ্ব হাবিবুর রহমান শরীফের সেজ ভাই ও ঢাকাস্থ বরিশাল সমিতির সভাপতি মোঃ জাকির হোসেনের আকস্মিক মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছে।
Comments
আরও পড়ুন




