মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনে ‘বীর মুক্তিযোদ্ধা’ চেয়ার স্থাপন

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধারা ‘বীর মুক্তিযোদ্ধা’ চেয়ার স্থাপন করেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানে এ চেয়ার স্থাপন করা হয়েছে। চেয়ার স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মজিবর রহমান মুন্সি, ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শরীফ, মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসাইন, এম.এ লতিফ, বেলায়েত হোসেন, হালিম জমাদ্দার, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট দিলিপ কুমার পাইকসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক চেয়ার স্থাপনের মধ্য দিয়ে প্রশাসনিক দপ্তরে মুক্তিযোদ্ধাদের আসন সংরক্ষিত করা হয়।
Comments
আরও পড়ুন





