মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য সওগাতুল আলম সগীরের শাহাদাৎ বার্ষিকী

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য মঠবাড়িয়ায় স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদ সওগাতুল আলম সগীরের ৪৬তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ মঠবাড়িয়া উপজেলা কমান্ডের মরহুম শহীদের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন ও জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মো: লুৎফর রহমান, এ্যাড. মজিবুর রহমান মুন্সী, আবুল বাশার মাতুব্বর, আব্দুল হালিম জমাদ্দার, শাহাদাৎ হোসেন রাজা প্রমুখ। আছর নামাজবাদ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় মরহুমের নিজ গ্রাম গুলিসাখালী বাজারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গুলিসাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল আলম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা ও উপজেলা আ.লীগ সদস্য কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ প্রমুখ।
শহীদ সওগাতুল আলম সগীর উপকূলীয় অঞ্চলের গণমানুষের প্রাণপ্রিয় নেতা হিসেবে পরিচিত। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের আমলানী যুব প্রশিক্ষণ ক্যাম্পের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালের ৩ জানুয়ারী রাতে তিনি মঠবাড়িয়া থানা থেকে বের হয়ে বাজারে আসার পথে হাইস্কুল সড়কের ওপর (বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাশে) ওঁৎ পেতে থাকা একদল দুষ্কৃতিকারীদের গুলিতে তিনি শাহাদাৎ বরণ করেন।
Comments
আরও পড়ুন





