মিরুখালী স্কুল এন্ড কলেজ এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার: উপজেলার মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখায় উন্নীত হয়ে এমপিওভুক্ত হওয়ায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো: আলমগীর হোসেন খান লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিনন্দন জানান।
অভিনন্দন পত্রে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানটি ১৯৩৭ সালে নি¤œ মাধ্যমিক হিসেবে প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে মাধ্যমিকে উন্নীত হয়। পরে ২০১৪ সালে এ প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিকে অনুমোদন পায়। এলাকার শিক্ষা বিস্তার, মানসম্মত পাঠদান ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থাসহ নানা সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড করে সুনাম অর্জন করে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এমপিওভুিক্ত লাভ করে। এ জন্য সাংবাদিকদের মাধ্যমেক মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটির কলেজ শাখা এমপিওভুক্তি লাভে ঈর্ষান্বিত হয়ে একই ইউনিয়নের মিরুখালী কলেজের পক্ষে কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষণাকে কলঙ্কিত করছে। যা এলাকায় শিক্ষা উন্নয়নে বিরুদ্ধাচারনের সামিল।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন পান্না, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মিরুখালী স্কুল এন্ড কলেজের গভর্নিং বর্ডির সদস্য মো. গোলাম মোস্তফা প্রমুখ।
Comments
আরও পড়ুন





