মিরুখালীতে সুপারী চুরিতে বাঁধা দেয়ায় বৃদ্ধ চাচার ওপর ভাতিজার হামলা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সুপারি চুরিতে বাঁধা দেয়ায় বখাটে যুবক বৃদ্ধ হত দরিদ্র চাচা নুর ইসলাম (৭০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা গুরুতর জখম নুর ইসলামকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার মিরুখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও বাগান মালিক আঃ রাজ্জাক জানান- শারিরিক অসুস্থ্য ও হত দরিদ্র নুর ইসলামকে সম্প্রতি তার বাগানের সুপারি পাহারা দেয়ার কাজ দেয়। ওই বাগানের পাকা সুপারি গত শুক্রবার দুপুরে একই গোষ্ঠীর চাচাত ভাই কাদের হাওলাদারের পুত্র কবির জোর পূর্বক পারতে যায়। এ সময় ওই বৃদ্ধ ভাতিজাকে সুপারি পাড়তে বাধা দিলে বাক বিতন্ডা হয়। এক পর্যায় এর জের ধরে গতকাল সোমবার বিকেলে কবির ও তাঁর ৫/৬ জনের ভাড়া করা দল বাগানে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নুর ইসলাম গত দুদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
মিরুখালী ইউপির সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আবদুস সালাম জানান, এর আগেও তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসী কবির বৃদ্ধ চাচা নুর ইসলামকে ভাড়াটিয়া লোক দ্বারা মারধর করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান- এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





