মিরুখালীতে যুবলীগ সভাপতির কর্মহীন দিনমজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান করোনায় কর্মহীন দিনমজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মিরুখালী ইউনিয়ন ভবন কমপ্লেক্সে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, যুবলীগ সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. লাভলু তালুকদার প্রমূখ।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, গুরোদুধ, হাত ধোয়ার সাবান, সুরক্ষিত মাস্ক।
Comments
আরও পড়ুন





