মিরুখালীতে বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় মায়ের দোয়া নামের একটি বেকারি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিরুখালী বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস ভ্রমাম্যমান আদালত বসিয়ে ওই বেকারির মালিক মো. শাহিনকে এ জরিমানার দন্ড দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস বলেন, খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে মায়ের দোয়া নামের বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Comments
আরও পড়ুন





