মিরুখালীতে গৃহবধুকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটশৌলা গ্রাম থেকে বুধবার (৬ জানুয়ারী) দুপুরে সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সুমি ছোটশৌলা গ্রামের দিনমজুর মোঃ শহিদুল ইসলাম খাঁর স্ত্রী। পুলিশ বুধবার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
গৃহবধুর স্বামী জানান, বড়শৌলা গ্রামের শরীফ বাড়ি মঙ্গলবার সারাদিন কাজ করে রাত সাড়ে ৮টায় বাড়ি ফিরে স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে ঘরের মধ্যে যাওয়ার সময় সুমি হঠাৎ অজ্ঞান হয়ে ঘরের মেঝে লুটিয়ে পড়ে। রাতেই সুমিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৃহবধুর ভাই জাকির হোসেন মল্লিক (৩৫) জানান, গত ৬মাস আগে পারিবারিক সম্মতিতে একই এলাকার শহিদুলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বোনকে বিভিন্ন সময় বাপের বাড়ী থেকে টাকা পয়সা নেয়ার জন্য মারধর করত। ঘটনার দিন মঙ্গলবার রাতে তার বোন সুমিকে মারধর শেষে শ^াসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে প্রচারণা চালায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো. মাসুদুজ্জামান মিলু জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওই গৃহবধুর স্বজনদের অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Comments
আরও পড়ুন





