মা ও শিশু মৃত্যুর রোধকল্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মা ও শিশু মৃত্যুর রোধকল্পে শতভাগ ডেলিভারী প্রাতিষ্ঠানিক সুবিধার আওতাভুক্ত করার লক্ষ্যে কমিউনিটি কিনিকের জমিদাতা, জামে মসজিদের ইমাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিএইচসিপিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (৪র্থ ব্যাচ) শুরু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ৪দিন ব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এ প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, ইউডিএফ কর্মকর্তা বিপ্লব ঠাকুর প্রমুখ।
Comments
আরও পড়ুন





