মাস্ক না পড়ায় সাত পথচারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাস্ক না পড়ে বাজারে চলাফেরা করায় সাত পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু শহরের রিক্সা স্ট্যান্ড, মুড়ি বাজার ও লেপপট্টি রোডের গার্মেন্টসের দোকানে অভিযান পরিচালনা করেন।
স্বাস্থ্যবিধি মেনে মাক্স না পড়ায় উপজেলার তুষখালী গ্রামের কালাম মিয়ার পুত্র স্বপন (১৮), তেতুলতলা গ্রামের আঃ ছত্তার হাওলাদারের পুত্র মাহমুদুল হাসান (২৫), বুড়িরচর গ্রামের আতাহার আলীর পুত্র নুরুজ্জামান (৪০), ফুলঝুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৫), পৌর এলাকার কালাম মিয়ার পুত্র রুবেল (৩২), মোতাহার হোসেনের পুত্র শাহাদাৎ হোসেন (৩৪) ও পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার সামছু তালুকদারের পুত্র জসিম উদ্দিন (৩৫) কে জরিমানা করা হয়েছে। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু ১০ বছরের কম বয়সী শিশুদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আকাশ কুমার কুন্ডু জানান, করোনা সংক্রমন রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। তারপরেও যারা স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমন অনেকখানি রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। তিনি আরও জানান, করোনাকালীন সময়ে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





