মালামাল ভাগ বাটোয়ারা নিয়ে সহযোগীদের হাতে খুন হন ডাকাত মাসুম
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাত মাসুম (৩০) কে ধান ক্ষেতে জবাই করে হত্যার মূল ঘাতক দুর্ধর্ষ ডাকাত ইউনুচ খা (৪৮) আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে পুলিশ মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালতে সে সরাসরি এ হত্যাকান্ডের লোমহর্ষক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
আদালতকে ডাকাত ইউনুচ জানায়, তার সহযোগি ডাকাত মাসুমকে সম্প্রতি জবাই করে ভেচকি গ্রামে ধান ক্ষেতের মাঠে পুতে রাখে। থানা পুলিশ গত ১৯ জানুয়ারি ওই মাঠ থেকে মাসুমের গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় চৌকিদার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। নিহত মাসুম পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার বিনয়পুর গ্রামের শাহজাহানের ছেলে। সে একাধিক ডাকাতি মামলার আসামী ছিল।
মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, প্রযুক্তি ব্যবহার করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলুর নেতৃত্বে বামনা থানা পুলিশের সহযোগিতায় পাশর্^বর্তী উপজেলা বামনা থেকে রোববার রাতে ওই দুর্ধর্ষ ডাকাত ইউনুচকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ ডাকাত ইউনুচ উপজেলার দক্ষিণ ভেচকি গ্রামের মৃত. মোকছেদ আলী খার ছেলে।
মঠবাড়িযা থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেফতারকৃত ইউনুচ মাসুমকে জবাই করে হত্যা, একাধিক ডাকাতিসহ নানা অপরাধের কথা স্বীকার করে। তিনি আরও বলেন গত ১৪ জানুয়ারি রাতে ডাকাতির লুট করা মালামাল ভাগাভাগি নিয়ে মাসুমকে হত্যা করা হয়। এ সময় অপর দুর্ধর্ষ ডাকাত ছগীর মোল্লা (৪৮) কে গুলি করা হয়। দুর্ধর্ষ ডাকাত ছগীরকে গত ১৫ জানুয়ারী উপজেলা ভেচকি গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ গ্রেফতার করেন। বর্তমানে সে পুলিশ হেফাজতে বরিশাল শেবাচিম হাসপাতালে টিকিৎসাধীন রয়েছে।
Comments
আরও পড়ুন





