মামলার বাদী স্বেচ্ছাসেবকলীগ নেতা কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা ॥ গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা তুলে না নেয়ায় মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর সহযোগির ওপর বুধবার সন্ধ্যায় হামলার ঘটনায় ওই রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত আমিনুল ইসলামের বৃদ্ধ পিতা নজরুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা বাবু শরীফ সহযোগী সাইদুল ইসলাম টিপুসহ ১৩জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৫জনকে আসামী করা হয়েছে (যার মামলা নং-২, ধারা- ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬, ১১৪ দ: বি:)।
থানা পুলিশ ওই রাতেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, শহরের হোমিও চিকিৎসক মাইনুল ইসলামের কাছে যুবলীগ নেতা বাবু শরীফ ও তার দলবল চাঁদা না পেয়ে ২০১৫ সালের ৭ অক্টোবর সন্ধ্যা রাতে কুপিয়ে পায়ের রগ কেটে মাইনুলকে গুরুতর জখম করে। এঘটনায় মাইনুলের ছোট ভাই আমিনুল ঘটনার দিন গভীর রাতে বাবু শরীফসহ ৮ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে ওই মামলা তুলে নিতে মামলার আসামী যুবলীগ নেতা বাবু শরীফসহ অপর আসামীরা দীর্ঘদিন ধরে আমিনুলের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় বুধবার রাতে বাদী আমিনুল ও তার সহযোগি মামুনের ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা করে।
আহত আমিনুলের বড় ভাই হোমিও চিকিৎসক মাইনুল জানান, মামলা তুলে নিতে আসামীদের অব্যহত হুমকিতে মঠবাড়িয়া থানায় একাধিক জিডিও করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত ফুহাদ (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





