মান সম্মত প্রাথমিক শিক্ষা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়……. বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান বলেছেন- উন্নত বাংলাদেশ গড়তে হলে মান সম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নাই। কেননা ২০৪১ সালে দেশ উন্নত বাংলাদেশে উন্নীত হবে। আজকের শিশু শিক্ষার্থীরাই সেদিন দেশের নেতৃত্ব দিবেন। তাই প্রাথমিক শিক্ষাকে আরো যুগোপুযোগী করতে শিক্ষকদের তিনি আহবান জানান। তিনি প্রধানমন্ত্রীর দূরদর্শি নেতৃত্বে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মানে বিশে^ বাংলাদেশ বিশেষ জায়গা করে নিয়েছে। নিজেদের আত্ম মর্যাদা ও আত্ম বিশ^াসকে বাড়িয়ে দিয়েছে। আমিন উল আহসান বুধবার (১০ আগষ্ট) দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে একথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের উপ-পরিচাল মোঃ জালাল উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকতের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, এ্যড নাসরিন জাহান, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিম উল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, কাজল চন্দ্র দাস, রোজিনা আক্তার, আঞ্জুমান আরা বেগম, মুক্তি রানী হাওলাদার প্রমূখ।
সভায় প্রধান অতিথি প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী করতে প্রধান শিক্ষকদের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে কর্ম পরিকল্পনা তৈরী করারও আহবান জানান। তিনি শিক্ষকদের ওপর সরকারের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করারও আহবান জানান।
সভায় উপজেলার ২শ’ ৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার মান্নোয়নে ও ঝড়ে পড়া রোদসহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল মো. আমিন উল আহসান শিক্ষকদের আন্তরিক ভাবে শিক্ষার্থীদের পাঠ দানের অনুরোধ জানান।
Comments
আরও পড়ুন





