আজ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

  • বাংলা English
সদ্য :

☉ অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান☉ ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন☉ সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন☉ প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন☉ স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক☉ দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪☉ ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ ফরাজী কলেজের মেধাবী প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা☉ আশ্রয়নে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুরা স্কুল ড্রেস বই পেয়ে বেজায় খুশী☉ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার☉ এসএসসি পরীক্ষার্থী নববধূর মেহেদীর রং না মুছতেই হত্যা ॥ শিক্ষক শ^শুর শাশুড়ি ও ননদ গ্রেপ্তার

মানসিক স্বাস্থ্যে অকুপেশনাল থেরাপী

মানসিক স্বাস্থ্যে অকুপেশনাল থেরাপী

মানুষের শরীর ও মন একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শরীর ভালো থাকলে মন ভালো থাকে আবার মন ভালো থাকলে শরীর ভালো থাকে। তাই সুস্থ্যতার জন্য শারীরে যতœ নেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যতœ নেওয়া একান্ত প্রয়োজন।
এক গবেষণায় দেখা গিয়েছে, প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিকের শতকরা ১৬ ভাগ এবং শিশুদের মধ্যে শতকরা ১৮ ভাগ শিশু মানসিক সমস্যায় ভুগছে।
এই বিশাল জনগোষ্ঠী কোন না কোনভাবে বিভিন্ন ধরণের সমস্যা যেমন দৈনন্দিন কাজ করতে সমস্যা, সামাজিক দতা বিকাশে সমস্যা, মনোযোগের অভাব, স্মৃতিশক্তি লোপ পাওয়া ইত্যােিত আক্রান্ত। এই সকল সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন প্রকার থেরাপিউটিক টেকনিক ব্যবহারের মাধ্যমে অকুপেশনাল থেরাপি¯ট রোগীর সাথে কাজ করে থাকেন।
অকুপেশনাল থেরাপী একটি স্বাস্থ্যসেবামূলক পেশা, যেটি একজন মানুষের বিভিন্ন ধরনের সীমাবদ্বতা অতিক্রম করে আরও বেশি স্বনির্ভর জীবন-যাপন করতে সাহায্য করে। একজন ব্যক্তির শারীরক অসুস্থতা, মনোস্তাত্বিক সমস্যার কারণে যে কোন সাহায্যের প্রয়োজন হতে পারে। অকুপেশনাল থেরাপীর প্রধান উদ্দেশ্য হলো সেসব মানসিক রোগীদের বসবাসের জন্য সবার্ধিক দতা অর্জন করে পেশাগত উন্নতি করতে এবং জীবনের মান উন্নত করতে সাহায্য করা।

বিভিন্ন ধরণের মানসিক রোগের েেত্র অকুপেশনাল থেরাপিস্টরা দতার সাথে কাজ করে থাকেন । যেগুলোর মধ্যে রয়েছে-
* দুশ্চিন্তা বা অবষাদ
* হতাশা
* মানসিক চাপ
* নিদ্রাহীনতা
* সূঁচীবাই
* মাদকাসক্তি এবং
* কাজে অনীহাসহ অন্যান্য মানসিক রোগ।
অকুপেশনাল থেরাপির মূল ল্য হচ্ছে একজন ব্যক্তির সর্বোচ্চ কার্যমতা বাড়ানোর মাধ্যমে তাকে দৈনন্দিন কার্যকলাপের সকল দিকে স্বাবলম্বী হতে সাহায্য করা। যেমন :
* ব্যক্তিগত কাজে স্বাবলম্বীতা
* কর্মেেত্র স্বাবলম্বীতা
* সামাজিকভাবে স্বাবলম্বী
* বিনোদনমূলক বা অবসর কার্যকলাপে অংশগ্রহণ
* পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।
একজন মানসিক জন্য অকুপেশনাল থেরাপী বিষেশভাবে প্রয়োজন। এর কারণগুলো হলো:
১. অকুপেশনাল থেরাপিস্টগণ মানসিক রোগীর চিকিৎসার েেত্র অন্যান্য হেলথ্ প্রফেশনালদের সাথে মাল্টিডিসিপ্লিনারী টিমে থাকেন।
২. এ রোগীদের ঔষধ খাওয়ার মাধ্যমে সুস্থ হবার পাশাপাশি সমাজে পুনরায় ফিরে যাওয়া এবং স্স্থু ও সঠিকভাবে পুনর্বাসনের জন্য অকুপেশনাল থেরাপিস্টগণ কাজ করে থাকেন।
৩. পরীা থেকে দেখা গেছে যে, পেশাগত বা বিনোদনমূলক কাজকর্মে রোগীদের অংশগ্রহন বাড়িয়ে তাদের মাঝে উ”্ছৃঙ্খল ও আক্রমনাতœক আচরন দূর করা সম্ভব। এক্ষেত্রে রোগীকে তার পেশাগত ও বিনোদনমূরক কাজকর্মে অংশগ্রহন করাতে একজন অকুপেশনাল থেরাপিস্ট বিশেষ ভূমিকা পালন করতে পারে।
৪. ঔষধের পাশাপাশি রোগীদের বিভিন্ন গ্রুপ একটিভিটিতে অংশগ্রহনের মাধ্যমে তাদের যে সকল সামাজিক দতাসমূহের সমস্যা আছে তাদের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার দতা সম্পর্কে ট্রেনিং দেবার জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট বিশেষ ভূমিকা পালন করেন।
৫. দৈনন্দিন কাজকর্ম, যেমন: নিজের খাওয়া, গোসল করা, জামা কাপড় পড়া, ব্রাশ করা, খেলাধূলা করা- এ কাজগুলো অনুশীলন করার মাধ্যমে যথাসম্ভব মানষিক রোগীদের আতœনির্ভরশীলতা বাড়াতে এবং পুনরায় তাদের কাজে ফিরিযে নেবার জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট দরকার।
৬. একজন মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পরে তখন তার স্বাভাবিক জীবনের কাজকর্ম যেমন: খাওয়া ,কাপড়া পরা, গোসল করা ইত্যাদি করার মত সামর্থ থাকে না তখন সেই কাজটিকে অনেক কঠিন মনে হতে পারে কিংবা করতে সে ভয় পেতে পারে তখন একজন অকুপেশনাল থেরাপিস্ট পারে তার কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে অভ্যাসের মাধ্যমে এবং কাজটিকে আনন্দময় করে তাকে কাজটিতে অভ্যস্থ করে তোলা।
৭. যে সকল রোগীর মানসিক সমস্যার কারনে যেমন:মনোযোগ,সমস্যার সমাধান,গুছিয়ে কাজ করার দতা এবং সামাজিক দতার সমস্যা থাকে তাদের বিভিন্ন একটিভিটিতে অংশগ্রহনের মাধ্যমে দতা বাড়ানোর জন্য অকুপেশনাল থেরাপিস্ট বিশেষ ভূমিকা পালন করেন।
৮. একজন অকুপেশনাল থেরাপিস্ট রোগীদের একটি রুটিনের মাধ্যমে দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহন বাড়াতে সাহায্য করেন।
উল্লেখযোগ্য যে বিশ্বের বিভিন্ন দেশের মানসিক হাসপাতালগুলোতে দক্ষ অকুপেশনাল থেরাপিস্টগণ যতœ সহকারে মানসিক রোগীর চিকিৎসা দিয়ে থাকেন অথচ বাংলাদেশের সরকারী মানসিক হাসপাতালগুলোতে সরকারিভাবে অকুপেশনাল থেরাপিস্টের পদ থাকলেও সেখানে কোন অকুপেশনাল থেরাপিস্ট নেই। ২০১৪ সালে সিআরপি ও মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর যৌথ প্রজেক্টে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে যাচ্ছেন। রোগীর প্রয়োজনের তুলনায় যা যথেষ্ট নয়। তাই সরকারিভাবে পর্যাপ্ত অকুপেশনাল থেরাপিস্ট নিয়োগের ব্যপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

Comments

comments

আরও পড়ুন

অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪