মাদ্রাসা ছাত্রী অপহরণের ৬ দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক ঃ মঠবাড়িয়ায় আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী আখি আক্তার (১৫) অপহরনের ৬ দিন অতিবাহিত হলেও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। এ ঘটনায় অপহৃতা ছাত্রীর মা হালিমা বেগম অপহরণকারী পার্শ্ববর্তী মানিকখালী গ্রামের ইউসুফ ও তার পিতা-মাতাসহ ৯ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বেতমোর গ্রামের সৌদি প্রবাসী শাহজাহান পঞ্চায়েতের মেয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী আমড়াগাছিয়া ইউনিয়নের ইউসুফ (১৯) মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্যাক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে ওই ছাত্রী রাজী না হয়ে তার অভিভাবকরা ইউসুফের পিতা-মাতাকে জানালে তারা ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে গত ৩ মে’১৯ সন্ধ্যায় ঘুর্ণিঝড় ফণীর মহা বিপদ সংকেত চলাকালে ওই ছাত্রী ঘর থেকে বের হলে ইউসুফ ও তার আত্মীয় স্বজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর মা গত ৬ মে সোমবার মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলার আসামী ইউসুফের বাবা আ: ছালাম (৪৬), মা রহিমা বেগম (৪২) ও বোন খাদিজা বেগম (৩২) কে গ্রেফতার করলেও অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই সুভাষ চন্দ্র এ মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ওই মাদ্রাসা ছাত্রী উদ্ধার ও অপহরণকারীসহ মামলার আসামীদের গ্রেফতারে জোর পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।
Comments
আরও পড়ুন





