মাতুব্বর ডায়াগনষ্টিক সেন্টারের মালিক আ’লীগ নেতা মাসুম মাতুব্বরের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের মেঝ ভাই, পৌর শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও মাতুব্বর ডায়াগনষ্টিক সেন্টারের মালিক এবং পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুম মাতুব্বরের লাশের আসর নামাজবাদ গুদিঘাটা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে যোহর নামাজ বাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজায় সাবেক সাংসদ পিরোজপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ডা: মো: আনোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডা. এম. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারী কর্মকর্তাসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
গত বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল বেলভিউ কিনিক হাসপাতালে পল্লী চিকিৎসক মাসুম মাতুব্বর (৪৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মাসুম মাতুব্বরের মৃত্যুতে গোটা মঠবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।
Comments
আরও পড়ুন





