মহিষ খামারীদের মাঝে ভিটামিন ও কৃমিনাশক ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ভিটামিন মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. উম্মে খাদিজা মিতু, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন মহিষের খামারীর মাঝে ভিটামিন মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।
Comments
আরও পড়ুন





