মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান আরিফ উল-হক, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
ওই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যাংক ম্যানেজার ও এনজিও কর্মকর্তারা অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়।
Comments
আরও পড়ুন





