মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৪৯তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে মুক্তিযোদ্ধা সংবর্ধণা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, আ’লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, আ’লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মো. আরিফ উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, ফরিদ আহম্মেদ, লুৎফর রহমান ও সাংবদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
Comments
আরও পড়ুন





