মহাজোট প্রার্থী ডা: ফরাজীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আাসনে কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও মহাজোট মনোনীত প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর সাথে স্থানীয় জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সভায় বক্তব্য দেন, মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, আ.লীগ সহ-সভাপতি মো. ফারুকুজ্জামান, পৌর আ.লীগ সভাপতি মো. আফজাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. তাজউদ্দিন আহম্মেদ, প্রেসকাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, ইসরাত জাহান মমতাজ ও মো. শাহাদাৎ হোসেন বাবু ও সোহেল আমীন প্রমূখ।
মতবিনিময় সভায় মহাজোট প্রার্থী ডা: রুস্তম আলী ফরাজী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
Comments
আরও পড়ুন





