মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক পলাশ আহত

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙল প্রতীক) সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদার পলাশ (২৮) পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌরশহরের মিরুখালী টেম্পু স্টান্ড এলাকায় ওই সাংবাদিক হামলার শিকার হন।
মহাজোট প্রার্থীর সমর্থক পরিচয় দিয়ে একদল হেলমেট পড়া মুখোশদারী সন্ত্রাসী জিআই পাইপ ও রামদা দিয়ে তার ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় তারা টেলিভিশনের মোবাইল, ডিএসএলআর ক্যামেরা, ট্রাইপট ছিনিয়ে নেয়। পরে তার ব্যবহৃত প্লাটিনা মোটর সাইকেল (পিরোজপুর-হ ১১-৮১৭৬) টি ভাংচুর করে। আহত পলাশকে গুরুতর অবস্থায় স্থানীয় সাংবাদিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সন্ধ্যায় আহত সাংবাদিক তামিম সরদার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিরুখালী টেম্পু ষ্ট্যান্ডে ওই সাংবাদিক ইন্ডিপেন্ডেট টেলিভিশনে লাইভ দেখানোর জন্য পোষ্টার ও ফেষ্টুনের ভিডিও করছিল। এসময় মহাজোটের লাঙল প্রতীকের অর্ধশত সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে মহরা দিচ্ছিল। লাঙল প্রতীকের সশস্ত্র ২৫/৩০ জন অজ্ঞাত সমর্থক অতর্কিত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে হেলমেট থাকার কারনে সাংবাদিক তামিম প্রাণে রক্ষা পান এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা লাঠি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার মোটরসাইকেল ভেঙ্গে ক্ষতিসাধন করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় সাংবাদিক তামিমকে বাঁচাতে গেলে তার মটরসাইকেল ড্রাইভার রাজু শেখ (২৭) কেও পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক তামিম এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পিরোজপুর প্রেসকাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মঠবাড়িয়া প্রেসকাব সাংবাদিকরা।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ইসলাম হামলায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত: পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে মহাজোটের লাঙল ও স্বতন্ত্র প্রার্থীর আপেল প্রতীকের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে হামলা ও কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এঘটনার জের ধরে মহাজোট প্রার্থীর সমর্থকরা উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর জনসভার মঞ্চসহ প্রায় ৪০টির মত নির্বাচনী অফিস ভাংচুর করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গুলিসাখালী ইউনিয়ন বাজারে মহাজোট প্রার্থীর একটি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে মহাজোট প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে বুধবার ও বৃহস্পতিবার মহাজোটের লাঙল প্রতীকের সমর্থকরা সশস্ত্র মোটরসাইকেলে প্রকাশ্যে মহড়া চালায়। এতে জনমনে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।
Comments
আরও পড়ুন





