মহাজোট প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও আশরাফ অনুসারীদের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির লাঙল প্রতীকে সমর্থন জানিয়ে পৃথক পৃথক ভাবে গণসংযোগ করেছেন পিরোজপুর জেলা আ.লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ ও নির্বাচন থেকে সরে দাড়ানো স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগের অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ নির্বাাচনী এলাকায় বুধবার (২৬ ডিসেম্বর) দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে দিনব্যাপী ভোটারদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।
অপরদিকে, আশরাফুর রহমানের অনুসারীরা ডা: রুস্তম আলী ফরাজীর সহধর্মিনী খাদিজা বেগম খুশবুকে নিয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি এমাদুল হক খান ও আরিফ-উল-হকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মহাজোটের লাঙল প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
Comments
আরও পড়ুন





