মহাজোট প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান (আপেল প্রতীক) নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়িয়ে মহাজোট মনোনীত প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীকে লাঙল প্রতীকে সমর্থন দিয়েছেন। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবহিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোট প্রার্থীর বিজয় অর্জনের কোন বিকল্প নেই। উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে তাঁর কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী সকলকে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে আশরাফুর রহমান মহাজোট প্রার্থীর বিজয়ের স্বার্থে প্রতিদ্বন্দ্বিতা না করে মহাজোট প্রার্থীকে সমর্থনের বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
Comments
আরও পড়ুন





