মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে করোনা প্রতিরোধক মাস্ক ও লেবু বিতরণ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রোমন প্রতিরোধক মাস্ক ও ভিটামিন সি যুক্ত লেবু বিতরণ করা হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলামের যৌথ নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, গাড়ী চালক, পথচারীসহ ৫শতাধীক পৌরবাসীর মাঝে একটি করে মাস্ক ও একটি লেবু বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো: রাকিবুর রহমান, ডাঃ তারিকুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিজুসহ স্বাস্থ্য ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, করোনা সংক্রমন এড়াতে মাস্ক ব্যবহার অপরিহার্য এবং এ রোগে আক্রান্ত ব্যক্তির প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি যুক্ত খাবারের বিকল্প নেই। এজন্য মাস্ক ও লেবু বিরতণ করা হয়।
Comments
আরও পড়ুন





