মঠবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত ॥ পলাশ সভাপতি, দেবদাস সম্পাদক

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে সভার প্রথম অধিবেশনে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম, সাবেক সভাপতি মো. আব্দুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি রোকনুজ্জামান শরীফ, সদস্য মো. কামাল হোসেন, আব্দুল হালিম দুলাল, ইসরাত জাহান মমতাজ, মো. মনির আকন, মেহেদী হাসান, জয়নাল আবেদীন ও শিবাজী মজুমদার শিবু প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এতে আবারও মো. জাহিদ উদ্দিন পলাশ (দৈনিক ভোরের কাগজ) সভাপতি ও দেবদাস মজুমদার (কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি রোকনুজ্জামান শরীফ (দৈনিক বঙ্গজননী), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (দৈনিক জনকন্ঠ), সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান মমতাজ ((দৈনিক আমাদের সময়), অর্থ ও দপ্তর সম্পাদক আবদুল হালিম দুলাল (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও প্রকাশনা সম্পাদক মো. মনির আকন (দৈনিক নয়াদিগন্ত), সমাজ কল্যাণ সম্পাদক শিবাজী মজুমদার শিবু (দৈনিক খোলা কাগজ)।
কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবদুস সালাম আজাদী (দৈনিক যুগান্তর), মো. জিল্লুর রহমান (দৈনিক বাংলাদেশের খবর) ও মিজানুর রহমান মিজু (দৈনিক সমকাল)।
Comments
আরও পড়ুন





