মঠবাড়িয়া উপজেলা তাঁতী লীগের নতুন কমিটি : নাসির সভাপতি বিদ্যুৎ সদস্য সচিব

স্টাফ রিপোর্টার :কর্ম-সেবা-প্রগতি এ শ্লোগানকে সামনে রেখে দীঘদিন পর বাংলাদেশ তাঁতী লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের নির্দেশক্রমে পিরোজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক শেখ আখতার উজ্জামান ও সদস্য সচিব মিজানুর রহমান সম্প্রতি মঠবাড়িয়া উপজেলা তাঁতী লীগে মো. নাসির উদ্দিনকে আহবায়ক ও বিদ্যুৎ সাওজালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন। নবনির্বাচিত মঠবাড়িয়া উপজেলা তাঁতী লীগের পরিচিতি সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় কেএম লতীফ সুপার মার্কেটে অবস্থিত উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ,জিল্লুর রহমানসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পরিচিতি সভায় উপজেলা তাঁতী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত তাঁতী লীগের অন্যরা হলেন যুগ্ম আহবায়ক বেল্লাল জমাদ্দার, ইসমাইল হোসেন, নবী হোসেন, সোলায়মান হোসেন, বিবেক আনন্দ শীল, জুয়েল তালুকদার ও সদস্য সালাউদ্দিন নজরুল, খলিলুর রহমান জমাদ্দার, মিজানুর রহমান বাচ্চু জমাদ্দার, আহসান তালুকদার, রিয়াজ হাওলাদার, রাব্বি ইসলাম, ফাহাদ গাজী, জহিরুল হক নাজির, স্বপন তালুকদার, আসাদ, শংকর সেন, মিজান উদ্দিন আকন, সোহেল তালুকদার, আরিফুল ইসলাম, আ. হক খান, মনময় হালদার রিপন, কামাল জমাদ্দার, আইয়ুব খাঁন, আনোয়ার হোসেন, পংকজ মিত্র, পবিত্র রায়, আবু সালেহ জমাদ্দার, মোসা. সেলিনা বেগম।
Comments
আরও পড়ুন





