মঠবাড়িয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার শপথ

স্টাফ রিপোর্টার : বাল্য বিবাহকে না বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পর্যায়ের বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ।
মঠবাড়িয়া ইউপির চেয়াম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম ছরোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপাধ্যক্ষ মাওলানা মো: ইদ্রিস, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইউনিয়ন আ.লীগ নেতা করিম মোল্লা, স্টেপস টুয়ার্ডসের মাঠ সমন্বয়কারী ইশরাত জাহান মমতাজ, ইউপি সদস্য রুবি সুলতানা, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, কাজী মাওলানা ওবায়দুল হক প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে বাল্য বিয়ে মুক্ত করতে শপথ বাক্য পাঠ করান। শেষে ইউপি চেয়ারম্যান, কাজী ও পুরোহিত এ ব্যাপারে সমঝোতা স্বাক্ষর করেন।
Comments
আরও পড়ুন





